বিজ্ঞানীরা বলছেন, মানবদেহ এখনো সব রহস্য উন্মোচন করেনি। নেদারল্যান্ডসের একদল গবেষক সম্প্রতি আবিষ্কার করেছেন এমন এক অঙ্গ, যা এতদিন পর্যন্ত চিকিৎসাবিজ্ঞানের চোখ এড়িয়ে ছিল—একজোড়া নতুন লালাগ্রন্থি (salivary glands), যা মাথার ভেতর, নাকের পেছনের উপরের গলায় লুকিয়ে আছে। নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রোস্টেট ক্যান্সার শনাক্তের জন্য ব্যবহৃতPSMA PET/CT স্ক্যানপ্রযুক্তি ব্যবহার করছিলেন। কিন্তু পরীক্ষার সময় এক চমকপ্রদ বিষয় নজরে আসে—প্রায়১০০ জন রোগীর স্ক্যানে একই স্থানে দুইটি অজানা গঠন আলোকিত হয়ে উঠছে। বিস্তারিত বিশ্লেষণে দেখা যায়, এটি মানবদেহের আগে কখনও শনাক্ত না হওয়া একজোড়া লালাগ্রন্থি। গবেষকেরা এর নাম দেন‘টিউবারিয়াল গ্ল্যান্ডস (Tubarial glands)’। গবেষকদের মতে, এইটিউবারিয়াল গ্রন্থি গলাকে আর্দ্র রাখেএবংগিলতে ও কথা বলার সময় প্রয়োজনীয় লুব্রিকেশন বা সিক্ততাসরবরাহে ভূমিকা রাখে। এই আবিষ্কারক্যান্সার চিকিৎসা পদ্ধতিতেও বড় পরিবর্তন আনতে পারে।কারণ, লালাগ্রন্থিগুলো রেডিয়েশন বা বিকিরণের প্রতি অত্যন্ত...