টালিউড সুপার স্টার দেব এই মুহূর্তে তুমুল আলোচনায় রয়েছেন। তার অভিনীত ‘রঘু ডাকাত’ মুক্তির পর একদিকে যেমন নেতিবাচক মন্তব্য পাওয়া যাচ্ছে, তেমন অন্যদিকে ইতিবাচক আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। বিগত বেশ কয়েক দিনে কুণাল ঘোষ যেভাবে দেবকে আক্রমণ করেছেন, তাতেও হাসিমুখে সবকিছুর জবাব দিতে দেখা গেছে এ অভিনেতাকে। কটাক্ষের জবাবে কটাক্ষ নয় বরং হাসিমুখে উপযুক্ত জবাব দিয়েছেন দেব। তবে শুধু সিনেমা নয়, আরও একটি বিষয় নিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন দেব। সেটি হচ্ছে দেবের বিয়ের প্রসঙ্গ। শুভশ্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর দীর্ঘদিন রুক্মিণীকে ডেট করছেন দেব। একদিকে যখন টালিউডের বড় বড় অভিনেতা অভিনেত্রীরা বিয়ের পিঁড়িতে বসছেন, যেখানে অনেকেই এরই মধ্যে বাবা-মাও হয়ে গিয়েছেন, সেখানে কেন সিঙ্গেল লাইফ কাটাচ্ছেন অভিনেতা, এ প্রশ্ন অনেকবার অনেক জায়গায় করতে শোনা গেছে মানুষকে। এবার আবারও সেই...