জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ ইকরামুজ্জামান সাজিদের আত্মত্যাগের স্মরণে এটি আয়োজিত হয়। শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনে এ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জানা যায়, আগামী ১৩ অক্টোবর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণীর মাধ্যমে প্রতিযোগিতাটি শেষ হবে। এ বিতর্ক প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য হলো ‘বিতর্ক হোক মুক্তির সোপান’। এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবিরের বিতর্ক সম্পাদক নাহিদ হাসান রাসেল বলেন, প্রি রেজিস্ট্রেশনে ২৮টা বিভাগ রেজিস্ট্রেশন করেছে, যার মধ্য থেকে বাছাই করে ২৪টা টিম নিয়ে বিতর্কের আয়োজন করছি। বিতর্কটি হবে এশিয়ান পার্লামেন্টারি বিতর্ক পদ্ধতিতে। প্রাথমিকভাবে তিন রাউন্ড বিতর্ক হবে। এ তিন রাউন্ড বিতর্ক শেষে আমরা ৮টা টিমকে সিলেক্ট করে পরবর্তী কোয়ার্টার রাউন্ডে নির্বাচিত করব, এরপর কোয়ার্টার...