কন্যারা যদি না থাকতো, হয়তো পৃথিবীই আজ শূন্য হয়ে যেত। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি সৃষ্টির পেছনে যেমন পুরুষের অবদান রয়েছে, তেমনি রয়েছে নারীর পরিশ্রম, মমতা ও ত্যাগ। মা, বোন, স্ত্রী- এই পরিচয়ের বাইরে নারীরা মানবতার প্রতীক; তারা ধৈর্য, সাহস, সংগ্রাম আর সৃষ্টিশীলতার অন্য নাম। অথচ আমাদের সমাজব্যবস্থা এখনো তাদের প্রতি সুবিচার করতে পারেনি। সৃষ্টিলগ্ন থেকেই নারী-পুরুষের বৈষম্য যেন সমাজের অদৃশ্য শিকল। পুরুষদের মতো নারীরও বেঁচে থাকার, নিজের মতো করে বাঁচার অধিকার রয়েছে। কিন্তু বাস্তব চিত্রে এখনো নারীদের কাজকে সীমাবদ্ধ রাখা হয় রান্নাঘর ও সংসার পর্যন্ত। শিক্ষা কেবল চাকরির জন্য নয়। মানুষ হয়ে ওঠার, চিন্তা করার, সমাজকে আলোকিত করার জন্য শিক্ষা অপরিহার্য। অথচ এক শ্রেণির মানুষ ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের শিক্ষার আলো থেকে দূরে রাখতে চায়। কোনো ধর্মেই নারীকে...