প্রথমবারের মতো বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভি বাজারে আনতে চলেছে ফেরারি। দারুণ গতি, জোরালো শব্দ, আর খ্যাতনামা ডিজাইনার জনি আইভের ডিজাইনে আগামী বছর ইভি বাজারে আনছে ইতালীয় স্পোর্টস কার নির্মাতা কোম্পানিটি। গাড়ির ক্ষেত্রে ইঞ্জিনের শব্দ একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিছু গাড়ি ভালো লাগার কারণ, সেগুলোর বিশেষ ধরনের আওয়াজ, আবার কিছু গাড়ির ক্ষেত্রে ভালো লাগার কারণ হচ্ছে আওয়াজ কম থাকা। তবে খুব অল্প কিছু গাড়িই রয়েছে, যেগুলোকে দুই দিক থেকেই ভালো বলা যায়, এমন মূল্যায়ন উঠে এসেছে ফেরারির নতুন গাড়ি নিয়ে প্রযুক্তি সাইট এনগ্যাজেটে প্রকাশিত প্রতিবেদনে। এখন পর্যন্ত মূলত হুন্দাইয়ের ‘আয়োনিক ৫ এন’ই একমাত্র গাড়ি, যা এই দুই মানদণ্ডেই সফল হয়েছে। তবে ফেরারি যেহেতু নিজেদের প্রথম ইভি বাজারে আনার প্রতিশ্রুতি দিয়েছে, ফলে খুব শিগগিরই আমাদের আরেকটি এমন গাড়ি দেখতে পারার সুযোগ মিলতে পারে,...