ঢাকার একটি এলাকায় বেড়ে ওঠা নবম শ্রেণির ছাত্রী রাইহানার (ছদ্মনাম) স্বপ্ন ছিল একদিন শিক্ষক হবে। কিন্তু গত জুনে স্কুল থেকে ফেরার পথে প্রতিবেশী এক যুবক ও তার সহযোগীদের হাতে সে ধর্ষণের শিকার হন। সামাজিক লজ্জা, পরিবারের চাপ ও প্রশাসনের উদাসীনতায় মাসখানেক পরই আত্মহত্যা করেন রাইহানা। ভণ্ডুল হয়ে যায় তার স্বপ্ন। পরিবারের নীরব কান্না এখনও থামেনি। রাইহানার মতো অসংখ্য কন্যাশিশু প্রতিদিনই নীরবে সহিংসতার শিকার হচ্ছে। কারও মর্মন্তুদ কাহিনি প্রকাশ্যে এলেও, অনেকেই থেকে যায় অন্ধকারের আড়ালে। ধর্ষণ, হত্যা, আত্মহত্যা, নিপীড়ন ও পারিবারিক নিপীড়নের মতো ঘটনা দিন দিন বাড়ছে। সেইসঙ্গে উদ্বেগজনকভাবে বাড়ছে কন্যাশিশুদের অরক্ষিত জীবনের গল্প। আজ ১১ অক্টোবর, আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। ‘আমি কন্যাশিশু: স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’- চলতি বছর এই প্রতিপাদ্যের মাধ্যমে কন্যাশিশুদের স্বপ্ন দেখতে উৎসাহিত করা, সাহসিকতার...