ঢাকায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে চলছে ইয়াসমীন জাহান নূপুরের বহুশৈল্পিক প্রদর্শনী ‘নীরবতার সরবতা’। কামরুল হাসান হলে শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী ২২ নভেম্বর পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেঙ্গল শিল্পালয় বলছে, প্রদর্শনীতে বিভিন্ন উপকরণ ও প্রক্রিয়ায় উপস্থাপিত হয়েছে অঙ্কন ও ভাস্কর্য। “নূপুরের নরম ভাস্কর্য/ ত্রি-মাত্রিক ফর্ম— তার স্থাপত্য, ব্যক্তিগত ইতিহাস এবং বস্ত্রকলার-বিশেষত বাংলাদেশের সূক্ষ্ম হাতবোনা মসলিন জামদানি-সম্পর্কে গভীর অন্বেষণ থেকে অনুপ্রাণিত।” উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক আবুল মনসুর ও স্থপতি মারিনা তাবাসসুম উপস্থিত ছিলেন। প্রদর্শনীর কিউরেটর তানজিম ওয়াহাব বলেন, “২০০৮ সাল থেকে তাঁতিদের সঙ্গে কাজের সুবাদে নূপুর অনুধাবন করেন সামষ্টিক কাজ এবং অন্তর্নিহিত সৃষ্টিশীলতার শক্তি।” নূপুর বলেন, “আমার কাজের মাধ্যমে আমি চেষ্টা করি যেটা অদৃশ্য, সেটাকে ধীরে ধীরে দৃশ্যমান করতে। কোনো নাটকীয়তা নয়, বরং এক ধরনের নীরব উপস্থিতি। আমার...