১১ অক্টোবর ২০২৫, ০৯:০২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ০৯:০২ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ হলো সিনেট। এতে ৫ জন শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনের বিধান থাকলেও চবিতে এই নির্বাচন কখনোই অনুষ্ঠিত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের কেউই হতে পারবেন না সিনেট সদস্য। সিনেট সদস্য নির্বাচিত হওয়ার জন্য আলাদাভাবে নির্বাচন আয়োজন করতে হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সঙ্গে সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন হওয়ার রীতি রয়েছে। তবে এবারের চাকসু নির্বাচনে ভিন্ন পরিস্থিতি। দীর্ঘ ৩৫ বছর পরে চাকসু নির্বাচন হলেও সিনেটে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্বের সুযোগ পাবেন না। বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর ২২ নম্বর অনুচ্ছেদের ১নং ধারায় নীতিনির্ধারণী পর্ষদ সিনেট গঠনের নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।...