কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটি আজকের দিনে ছাত্র থেকে পেশাজীবী, লেখক থেকে রাঁধুনি সবাইকে সহজে তথ্যদান ও সহায়তা করছে। রেসিপি, অ্যাসাইনমেন্ট, রিপোর্ট কিংবা কবিতা—প্রায় সবখানেই এর সক্ষমতা চোখে পড়ে। কিন্তু এই ক্ষমতার সঙ্গে আসে বড় দায়িত্ব; কিছু প্রশ্ন আছে যা করে ব্যবহারকারী নিজেদের বিপদে ফেলতে পারে। চ্যাটজিপিটির নীতিমালার বাইরে পড়ে এমন অনুরোধগুলো শুধু অনুচিতই নয়, অনেক ক্ষেত্রেই আইনি জটিলতা সৃষ্টিকারী। প্ল্যাটফর্ম সতর্কভাবে এসব অনুরোধ ব্লক করে দেয় এবং প্রয়োজনে ব্যবহারকারীর অ্যাক্সেস সাময়িক বা স্থায়ীভাবে বন্ধ করে দেয়। তাই জেনে রাখা প্রয়োজন, কী ধরনের প্রশ্ন কখনো করা উচিত নয়। প্রথমত, কখনই চ্যাটজিপিটিকে বিস্ফোরক তৈরির পদ্ধতি জানতে যাবেন না। কৌতূহল বা মজার ছলে হলেও এমন জিজ্ঞাসা সরাসরি অপরাধসম্পর্কিত কার্যকলাপে সাহায্য করে এবং নিরাপত্তা নীতির সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের তথ্য চাওয়া মানেই নিজেরই বিপদ...