জন্মদিন মানবজীবনের একটি আবেগপূর্ণ মুহূর্ত। কিন্তু একজন মুসলিমের জীবন কেবল আবেগনির্ভর নয়—তা পরিচালিত হয় কোরআন ও রাসুল (সা.)-এর সুন্নাহ অনুযায়ী। বর্তমান সমাজে জন্মদিন পালনের সংস্কৃতি ব্যাপকভাবে প্রচলিত হলেও, এর ইসলামি দৃষ্টিভঙ্গি নিয়ে গভীরভাবে ভাবা জরুরি। ইসলামে জন্মদিন পালনের কোনো নির্দিষ্ট বিধান বা দোয়া নেই। কোরআন ও হাদিসে রাসুল (সা.), সাহাবায়ে কেরাম বা তাবেয়িনদের জীবনে জন্মদিন উদযাপনের কোনো নজির পাওয়া যায় না। ইসলাম এমন কাজকেই প্রাধান্য দেয় যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এবং অহংকার বা অপচয়ের কারণ নয়। রাসুল (সা.) বলেছেন: “যে ব্যক্তি কোনো জাতির অনুরূপ কাজ করে, সে তাদেরই অন্তর্ভুক্ত।” (সুনানে আবু দাউদ, হাদিস: ৪০৩১) অতএব, অমুসলিম সমাজ থেকে আগত এমন সংস্কৃতি গ্রহণ করা ইসলামি দৃষ্টিতে সমালোচিত, যদি তা ইসলামি চেতনার পরিপন্থী হয়। কোরআনে আল্লাহ বলেন, “আর যদি তোমরা আল্লাহর...