খ. পাকিস্তানে গ্রামাঞ্চলের ভোটারদের কাছে দলের বার্তা রিচ করাতে পীর-মাশায়েখ, মসজিদের ইমাম বা কমিউনিটি লিডারদের ব্যবহার করা হয়। ছোট বুকলেট নিয়ে দলীয় কর্মী ও সমর্থকরা ঘরে ঘরে গিয়ে অত্যন্ত সাধারণ ভাষায় বোঝায়।গ. যুক্তরাজ্যে দফাগুলো লেখা হয় ‘জনগণের ভাষায়’, যেখানে ৫-১০টি মৌলিক ধারণা অত্যন্ত সহজবোধ্য ভাষায় তুলে ধরা হয়। ভোটারদের হাতে পৌঁছাতে ডোর-টু-ডোর লিফলেট ক্যাম্পেইন হয়, যেখানে দলীয় কর্মীরা সাধারণ ভাষায় বুঝিয়ে বলে। বিভিন্ন টেলিভিশনে লাইভ ডিবেট করে প্রতিটি দফা ব্যাখ্যা করে থাকে।ঘ. যুক্তরাষ্ট্রে প্রধানত দফাকে ‘গল্পে রূপান্তর’ করে প্রচার করে। দফা যত বড়ই হোক, জনগণের কাছে প্রচারের সময় জোর দেওয়া হয় তিন-পাঁচটি মূল ইস্যু (যেমন অর্থনীতি, কর্ম, স্বাস্থ্য)। তারা প্রতিটি দফাকে ‘একটি গল্প’ বা ‘মানুষের জীবনঘনিষ্ঠ উদাহরণ’ দিয়ে তুলে ধরা হয়। সোশ্যাল মিডিয়ায় ‘মাইক্রো-টার্গেটেড অ্যাডস’ দেওয়া হয়, যেখানে নির্দিষ্ট বয়স...