ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম। শনিবার (১১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিস এয়ার লাইন্সের একটি বিমানে দেশে ফেরেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধ্যনবাদ জানান এই আলোকচিত্রী। বিমান বন্দরের ভিআইপি গেটে পরিবার, শুভাকাঙ্ক্ষী, দৃক ও পাঠশাল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত হয়ে তাকে সাদর সম্ভাষণ জানান। শহিদুল আলম সাংবাদিকদের বলেন, ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত সবার লড়াই ও সংগ্রাম চলবে। একইসঙ্গে তিনি তুরস্কের সব ব্যবস্থাপনা ও দেশটির সরকার প্রধানকে ধন্যবাদ জানান। ফিলিস্তিনের গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নৌবহর থেকে গত ৮ অক্টোবর আটক হয়েছিলেন শহিদুল আলমসহ জাহাজে থাকা সব অধিকারকর্মী। পরে তাদের ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে পাঠানো হয়। ইসরাইলি কর্তৃপক্ষের হাতে শহিদুল আলম...