কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আপনার প্রিয়, তার সৃষ্টিশীলতার বিস্তৃতি সবখানে। আপনার দৃষ্টিতে রবিসৃষ্টি সম্পর্কে বলবেন?আহমদ রফিক: আমি যখন রাজনীতি থেকে সরে এসেছিলাম লেখার জন্য, তখন আমি সাংস্কৃতিক দায়িত্ব অনুভব করেছিলাম। এ দায়িত্ব থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরকে পাঠ করেছিলাম। তারপর রবীন্দ্রনাথের সৃষ্টি ঘিরে আমার ভালোলাগা। রবীন্দ্রনাথ শুধু কবি নন, বরং আধুনিক বাঙালির মুক্তি-চিন্তা, মানবতাবাদ ও সমাজভাবনার অন্যতম নির্মাতা। তার সৃষ্টি নত করে দেয়, সুন্দরের বোধ তৈরি করে।আপনি ছোট কাগজ করতেন?আহমদ রফিক: হ্যাঁ, নাম ‘নাগরিক’; ওটা একটি সাহিত্য পত্রিকা। পত্রিকার প্রধান ব্যক্তি ছিলাম, সম্পাদক হিসেবে অবশ্য অন্য একজনের নাম থাকত। তখনকার গুরুত্বপূর্ণ লেখকরাই লিখতেন।সর্বস্তরে বাংলা চালু করো—এ স্লোগানটি আপনাদের আন্দোলনের সময়ের; কিন্তু এখনো এটা বাস্তাবায়িত হয়নি—দেশের প্রতিটি স্তরে কি বাংলা ব্যবহার করা খুব কঠিন কাজ?আহমদ রফিক: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশ হয়ে মানুষের আকাঙ্ক্ষা...