পবিত্র কোরআনে জাহান্নামিদের যন্ত্রণাদায়ক শাস্তির আলোচনায় একটি বিশেষ বৃক্ষের কথা পাওয়া যায়, যার নাম জাক্কুম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ‘আপ্যায়নের জন্য কি এটিই উত্তম, না জাক্কুম বৃক্ষ? সীমা লঙ্ঘনকারীদের জন্য আমি এ সৃষ্টি করেছি পরীক্ষাস্বরূপ; এ বৃক্ষ জাহান্নামের তলদেশ থেকে উদগত, এর গুচ্ছ শয়তানের মাথার মতো।সীমা লঙ্ঘনকারীরা তা ভক্ষণ করবে এবং তা দিয়ে উদর পূর্ণ করবে। তার ওপর অবশ্যই তাদের জন্য ফুটন্ত পানির মিশ্রণ থাকবে, তারপর অবশ্যই ওদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে। ’ (সুরা : সাফফাত, আয়াত : ৬২-৬৮) তাফসিরবিদদের মতে, ‘জাক্কুম’ বৃক্ষের ফল খাওয়াও জাহান্নামিদের জন্য বড় কঠিন হবে। কারণ তা বড় দুর্গন্ধময়, তেতো এবং অতি ঘৃণ্য হবে। অনেকে বলে যে এটা পৃথিবীর একটি গাছ এবং তা আরবে পরিচিত। ক্বুরত্ববি বলেন, এটি এক প্রকার তেতো গাছ, যা তিহামা এলাকায়...