কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি কুমিল্লাবাসীর এই প্রাণের দাবিকে উপেক্ষা করে বিভাগ ঘোষণা না করা হয়, তাহলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হবে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের পূবালী চত্বরে কুমিল্লা জেলা কনটেন্ট ক্রিয়েটর এসোসিয়েশনের আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিভাগ ঘোষণার দাবিতে আয়োজিত এই সমাবেশে একাত্মতা প্রকাশ করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমির। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লাকে বিভাগ ঘোষণার পক্ষে ঐতিহাসিক যুক্তি তুলে ধরেন। তিনি বলেন: "প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। ত্রিপুরার রাজধানীও ছিল কুমিল্লা। ষোড়শ শতকে এখানে যে প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল, তা...