জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং মোট পাঁচ দফা দাবি জানিয়ে আসছে জামায়াত। পিআর পদ্ধতি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সময় হলে মানুষ এটাও বুঝবে। কেয়ারটেকার পদ্ধতির মতো পিআর পদ্ধতিও বাংলাদেশে কার্যকর ও গ্রহণযোগ্য হবে।তিনি সতর্ক করে বলেন, যদি জামায়াতের পাঁচ দফা দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পুনরায় গণআন্দোলন সূচনা হবে।শুক্রবার বাদজুমা নগরীর কোর্টপয়েন্টে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত গণমিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।সমাবেশ শেষে কোর্টপয়েন্ট থেকে বিশাল গণমিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। যৌথ পরিচালনায় ছিলেন সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী ও...