পূজার সময় যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন সব সময় দুর্গাপূজায় কোন মন্দিরে হামলা করা হয়। কিন্তু এবার বাংলাদেশের কোন মন্দিরে কেউ হামলা করেনি। তাহলে যারা হামলা করত তারা দেশে নেই।’শুক্রবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে পাঁচটার দিকে বদরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।এটিএম আজহারুল ইসলাম আওয়ামী লীগ ইঙ্গিত করে বলেন, যারা মুখে মুখে অমুসলিম ভাইদের নিরাপত্তার কথা বলে, তারা ক্ষমতায় থাকতে তাদের হাতেই অমুসলিম ভাইদের নিরাপত্তা সবচেয়ে বেশি বিঘ্নিত হয়েছে। তার সবচাইতে বড় প্রমাণ এবারের দুর্গাপূজা। এবার নিশ্চিন্তে দূর্গাপূজা পালন করতে পেরেছে। আমরা ইসলাম বিদ্বেষ পোষণ করি না এটাই আমাদের ইসলামের শিক্ষা। যে...