ফিলিস্তিনপন্থী অভিযানে অংশ নেওয়ায় ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হওয়া বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম দেশে ফিরেছেন। আজ শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে বের হন শহিদুল আলম। তিনি বলেন, গাজাবাসী মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর বিষয়টি কেবল দায়িত্ব নয়, মানবতার পরীক্ষা। বন্দীদশা থেকে মুক্ত করে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতাও জানান শহিদুল আলম। ইসরায়েলের কারাগার থেকে শুক্রবার মুক্তি পান তিনি। শুক্রবার স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। এদিকে, শহিদুল আলমের মুক্তি ও নিরাপদে দেশে প্রত্যাবর্তনে...