টানা দুই বছরের গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পর অবশেষে গাজায় যুদ্ধবিরতির দিকে ধাবিত হওয়ার মতো বহুলপ্রতীক্ষিত ঘটনাটি ঘটতে যাচ্ছে, যা শুধু গাজাবাসী নয়; গোটা বিশ্বের মানুষের কাছেই এক বিরাট স্বস্তির খবর।দীর্ঘ বিভীষিকাময় সময়ের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল প্রথম ধাপের শান্তি চুক্তিতে উপনীত হয়েছে। চুক্তিটি বাস্তবায়িত হলে তা অবরুদ্ধ উপত্যকায় চলমান হত্যাযজ্ঞের অবসান ঘটাবে—এমনটাই আশা সবার। গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তির লক্ষ্যে উভয়পক্ষ প্রস্তাবিত শান্তি চুক্তির প্রথম ধাপে রাজি হয়েছে বলে ঘোষণাটি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা যুদ্ধের অবসানে গত সপ্তাহে ট্রাম্পের প্রকাশিত ২০ দফা শান্তি চুক্তি পরিকল্পনার অংশ হিসেবে বৃহস্পতিবার এ ঘোষণা দেন তিনি। যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে ট্রাম্পের পরিকল্পনায় অনুমোদন দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার কার্যালয় একটি বিবৃতিও প্রকাশ করে।...