আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দেশ পরিচালনায় একমাত্র বিএনপিরই দক্ষতা রয়েছে। একমাত্র বিএনপিরই যোগ্যতা, অভিজ্ঞতা ও বাস্তবসম্মত গণমুখী পরিকল্পনা রয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার পুরাকান্দুলিয়া ইউনিয়নের নিভৃত পাতাম গ্রামে হাড়িয়া ডুবি নদীর সংযোগ খালের ওপর নিজের অর্থায়নে দুইটি পায়ে হাঁটার কাঠের সেতু উদ্বোধন ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সন্মেলন উপলক্ষে পাতাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিন্স বলেন, শুধু ক্ষমতায় থাকা অবস্থাতেই নয়, যখন যে অবস্থানেই থাকুক না কেন, জনগণের সুবিধা-অসুবিধা আমলে নিয়ে বিএনপি তাদের পাশে থাকে। বন্যা, করোনা, শীতসহ প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং জনগণের প্রয়োজনে যে কোনো সমস্যা সমাধানে বিএনপি নেতাকর্মীরা এগিয়ে...