চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন প্রত্যাশী পাঁচ হেভিওয়েট নেতা বৈঠক করেছেন। বৈঠকে দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমও উপস্থিত ছিলেন। এতে ৫ প্রার্থী দল যাকে মনোনয়ন দেবে তার জন্য একাট্টা হয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) চট্টগ্রাম নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বৈঠককে ফটিকছড়ি বিএনপিতে ঐক্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। বৈঠকে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহমতের ভিত্তিতে কাজ করার ওপর জোর দেওয়া হয়। আলোচনায় জানানো হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে ধানের শীষের মনোনয়ন দেবেন, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বৈঠকে কেউ দলের সিদ্ধান্ত অমান্য করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করার সুযোগ নেই বলে অভিমত ব্যক্ত করা হয়। নাম প্রকাশ না করার শর্তে...