দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন।শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নে অসহায় ও দুঃস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।তিনি বলেন, ‘মানুষের মধ্যে পিআর পদ্ধতির ধারণাটা এখনও সর্বজনবিদিত নয়। যেখানে দেশবাসী এ মুহূর্তে সর্বজনীন অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন প্রত্যাশা করছে। সেখানে পিআর বা অন্য কোনো অপ্রাসঙ্গিক ইস্যুকে সামনে এনে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার কোনো সুযোগ বিএনপি দেবে না। বাংলাদেশের জনগণও তা মেনে নেবে না।’অনুষ্ঠানে ১৮টি দুস্থ পরিবারকে সেলাই মেশিন, দুইজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার, ১০ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ এবং ৮০টি পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়।শান্তিতে নোবেলজয়ী মারিয়াকে প্রধান উপদেষ্টার অভিনন্দনঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোসেন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহফুজউল্লাহ দেওয়ান,...