ঢাকার আলো ঝলমলে রাস্তাঘাটে প্রতিনিয়তই মানুষের ভিড়, যানজট আর ব্যস্ততা। কিন্তু এই ব্যস্ততার ভেতরেই অদৃশ্য থেকে যাচ্ছে এক অন্য বাস্তবতা। যেখানে জীবন আর মৃত্যুর ব্যবধান মাত্র কয়েক মুহূর্ত, আর সেই মৃত্যুটা ঘটে রাস্তার পাশেই, একা, অবহেলায়, নিঃশব্দে।গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে রাজধানীর শাহবাগ থানার আওতাধীন এলাকায় মাত্র আড়াই ঘণ্টার ব্যবধানে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের একজন নারী এবং বাকি দুইজন পুরুষ। সকলেরই পরিচয় অজ্ঞাত। তাদের নাম ছিল কিনা, ছিল না—জানারও সুযোগ রইল না। কারণ তাঁরা মরে গেছেন—ফুটপাতে।প্রথম ঘটনা ঘটে রাত সাড়ে ৯টার দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আইল্যান্ডের ওপর। সেখান থেকে অচেতন অবস্থায় এক নারী (বয়স আনুমানিক ৫৫)-কে উদ্ধার করে পুলিশ। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এর ঠিক ১৫ মিনিট পর, রাত পৌনে...