আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া, দলীয় প্রতীক নিয়ে ‘ষড়যন্ত্র’সহ সার্বিক বিষয়ে শনিবার (১১ অক্টোবর) ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জরুরি সভা আহ্বান করেছেন। সভায় সারা দেশের জেলা ও মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদককে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সভা শেষে বড় ধরনের শোডাউন করবে জাতীয় পার্টি। মিছিলে জি এম কাদের নিজেই নেতৃত্ব দেবেন বলেও জানা গেছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জাপার কো-চেয়ারম্যান, দলের রংপুর মহানগর সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টি আগামী সংসদ নির্বাচনে অংশ নিলে ৩০০ আসনেই প্রার্থী দেবে। সে জন্য প্রার্থী বাছাইয়ের প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছে। দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর), মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচন...