বিএনপি নেতার মিথ্যা প্রচারণা ও অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আবু বক্কর সিদ্দিক। শুক্রবার সকালে শিবালয় উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। সংবাদ সম্মেলনে ডা. আবু বক্কর সিদ্দিক অভিযোগ করেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জুয়ার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে চলেছেন। সম্প্রতি ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধের জেরে তার (আবু বক্কর সিদ্দিকের) পৈত্রিক সম্পত্তিতে নির্মাণাধীন জাতীয় নির্বাচনী প্রচারণা অফিসে হামলা ও ভাঙচুর চালায় আলিমের নেতৃত্বাধীন একদল দুর্বৃত্ত। এ ঘটনায় শিবালয় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ আলিমকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তবে জামিনে মুক্তি পেয়ে তিনি পুনরায় এলাকায় উত্তেজনা সৃষ্টি, কুৎসা রটনা ও মিথ্যা প্রচারণায় লিপ্ত হয়েছেন...