ঘটনাটি রাতে জানাজানি হলে খুলশী থানা পুলিশ ও ডিবির একাধিক টিম ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম যুগান্তরকে বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি জানার চেষ্টা করছি। মনে হচ্ছে তারা (ভুক্তভোগী পরিবার) অনেক কিছু জানেন কিন্তু পুলিশের কাছে বলছেন না। চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে খুলশী থানার জাকির হোসেন রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ডাকাতচক্র পরিবারের সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ও নতুন কেনা একটি টয়োটা গাড়ি নিয়ে গেছে। পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ...