জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রয়াত ২০ সদস্যের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। ২০২৪ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত প্রয়াত হওয়া প্রেস ক্লাবের ২০ জন সদস্যকে এই স্মরণসভায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তারা হলেন - এনএম হারুন, মো. জাকারিয়া পিন্টু, মো. নজরুল ইসলাম, এরশাদ মজুমদার, হেলাল হাফিজ, বিডি মুখার্জী, আমিনুল ইসলাম বেদু, নিজামউদ্দিন আহমেদ, বিমান ভট্টাচার্য, খন্দকার রাশিদুল হক নবা, স্বপন দত্ত, আলী হাবিব, শেহাবউদ্দিন আহমেদ নাফা, জয়নুল আবেদীন, সিরাজুল হক, এএ জাফর ইকবাল, শামীম আহমদ, মো. আবদুল মুকিত, আবদুল হালিম ও আলমগীর মহিউদ্দিন। সভায় প্রয়াত সাংবাদিকদের স্বজনরা বক্তব্য রাখেন এবং তাদের স্মৃতি রোমন্থন করেন প্রেস ক্লাবের বিভিন্ন...