ঢাকার আদালতের হাজতখানায় দীর্ঘদিন ধরে চলা এক অনিয়মের অবসান ঘটেছে। এখন কারাগার থেকে আদালতে হাজিরা দিতে আসা আসামিদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে। কারাগার থেকে বিশেষ ব্যবস্থায় আসামিদের জন্য পাঠানো হচ্ছে দুপুরের খাবার। এর আগে বন্দিদের দুপুরে খাবারের কোনো ব্যবস্থা ছিল না। ফলে তাদের সারাদিন অনাহারে থাকতে হতো। এই সুযোগে কিছু অসাধু পুলিশ সদস্য টাকার বিনিময়ে বন্দিদের বাইরে থেকে খাবার সরবরাহ করতেন। চলতি বছরের ২ মার্চ আদালতের হাজতখানা নিয়ে ‘ঘুস ওপেন সিক্রেট’ শিরোনামে সংবাদ প্রকাশ করে যুগান্তর। এরপর ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুর্নীতি তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে। পরবর্তীতে হাজতখানার দুর্নীতি বন্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান কঠোর পদক্ষেপ নেন। যার ফলে চলতি মাস থেকে কারাগার থেকে আদালতে...