রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে উৎসব আমেজ বিরাজ করছে। ১৬ অক্টোবর অনুষ্ঠেয় নির্বাচন নিয়ে প্রার্থীরা যেন দম ফেলার ফুরসত পাচ্ছেন না। তবে প্রচার-প্রচারণা নিয়ে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল এবং ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল পালটাপালটি অভিযোগ করেছে। বিষয়গুলো নির্বাচনি আচরণবিধিতে সুস্পষ্ট উল্লেখ না থাকায় নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিতে পারছে না। মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনে ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেয় সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। একই দিন বিকালে সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের বিরুদ্ধে অভিযোগ দেয় ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের অভিযোগ-ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল ভোটারদের সরাসরি অর্থ দিচ্ছে। যা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা। ১৮ সেপ্টেম্বর আরবি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পাঁচ...