সুনামগঞ্জের তাহিরপুরে মাদককারবারি সাবেক ইউপি সদস্য আহসান হাবিব ওরফে আহসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। আহসান উপজেলার শিমুলতলা গ্রামের মৃত নুরুল ইসলামের (মাস্টার) ছেলে। তাহিরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) সূশংকর পাল জানান, থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত বিচার আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আহসানকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেন। উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাবেক ইউপি সদস্য আহসানের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদক, দ্রুত বিচার আইন, সংঘর্ষ, কয়েকজন ইয়াবাসেবীকে নিয়ে সম্প্রতি উপজেলার ঘাগটিয়ার জাদুকাটা নদী তীরবর্তী একাধিক দরিদ্র পরিবারের বসতভিটার খনিজ বালি অস্ত্রের মুখে লুটে নেওয়াসহ ৫টি, সুনামগঞ্জ সদর মডেল থানায় ১টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে মাদককারবারি সাবেক ইউপি সদস্য আহসান হাবিব ওরফে...