হিমালয় কন্যা পঞ্চগড়ে অন্য জেলার তুলনায় আগেভাগেই শীত শুরু হয়। দেশের সর্ব উত্তরের জনপদ তেঁতুলিয়াসহ এ জেলায় এবার আশ্বিনের শেষ দিকেই শীতকে স্বাগত জানিয়ে হেমন্তের বার্তা দিচ্ছে চিরচেনা রূপে। শরতের বিদায়। রাতভর হালকা থেকে মাঝারি কুয়াশা সকাল পর্যন্ত চাদরের মত বিছিয়ে থাকছে দিগন্তজুড়ে। কমতে শুরু করেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রাও। রাত থেকে সকাল পর্যন্ত অনুভূত হতে শুরু করেছে শীতের পরশ। ঘাসের ডগায় জমছে শিশির বিন্দু, পায়ের স্পর্শে অনুভূত হচ্ছে ঠাণ্ডা। হালকা শীতের আমেজে এই কূয়াশা উপভোগ্য হয়ে উঠেছে। ভোরের সূর্যোদয়ের মধ্য দিয়ে মিষ্টি রোদ আর সবুজ ঘাসের পাতার ওপর শিশির বিন্দু জানিয়ে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে শীত। বৃহস্পতিবার দিনভর ভ্যাপসা গরম ছিল। তবে সন্ধ্যার পর থেকেই আকাশ হালকা মেঘলা হওয়ার পাশাপাশি রাতভর ঝরছিল হালকা কুয়াশা। শুক্রবার ভোরে বিভিন্ন জায়গায় এই...