ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নারী নেত্রীদের কপাল খুলবে এবার। দলটির এবার ৩০০ আসনের মধ্যে ১৫টির বেশি আসনে নারীদের সরাসরি মনোনয়ন দেবে। এ ক্ষেত্রে এগিয়ে থাকবে তরুণ নারী নেত্রীরা। বিএনপি দলীয় সূত্রে জানা যায়, দেশের নারীসমাজ এখনো পিছিয়ে আছে। তাদের সমাজে আরো বেশি প্রতিষ্ঠিত করতে হলে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব বাড়ানো প্রয়োজন। তার ধারাবাহিকতায় এবারের নির্বাচনে দলটির পক্ষ থেকে সরাসরি ৫ শতাংশ বা ১৫-এর অধিক নারীকে মনোনয়ন দেবে। ইতোমধ্যে সংস্কার কমিশনেও সরাসরি নারীদের ৫ শতাংশ মনোনয়ন দেওয়ার বিষয়ে নিজেদের প্রস্তাব দিয়েছে। সেই হিসেবে এবারের নির্বাচনে বিএনপির নারী নেত্রীদের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ সৃষ্টি হবে। এর মধ্যে শতাধিক নারী নেত্রী মনোনয়ন চেয়ে দেশের বিভিন্ন সংসদীয় আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এদিকে নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদে ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। তবে ঐকমত্য কমিশনে...