ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, খুনি-ধর্ষক-গুমকারীর পরিচয় যাই হোক না কেনো, তাদের কঠোর বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে কোনরূপ টালবাহানা সহ্য করা হবে না।শুক্রবার রাত আড়াইটার দিকে তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে একথা বলেন তিনি।সাদিক কায়েম লেখেন, খুনি হাসিনাকে গদিতে রাখার স্বার্থে গুম-খুন-ধর্ষণসহ এমন কোনো হীন মানবতাবিরোধী অপরাধ নেই, যা কি-না গত ১৫ বছরের দুঃশাসনে সামরিক ও বেসামরিক কাঠামোকে ব্যবহার করে সংগঠিত করা হয়নি।তিনি লেখেন, ওয়ালীউল্লাহ-আল মুকাদ্দাস-ইলিয়াস আলীর পরিবার এখনও পথ চেয়ে বসে আছে। অথচ নিজেদের দেশরক্ষার শপথ, ইউনিফর্মের দায়িত্ববোধ- সকল কিছুকে পায়ে দলে ফেলে ফ্যাসিবাদের নির্লজ্জ পদলেহনে পরোয়া করেনি। এমন চিহ্নিত সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রেও বিচার নিয়ে ষড়যন্ত্র চলছে।ডাকসু ভিপি আরও লেখেন, অপামার ছাত্রসমাজের পক্ষ থেকে দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই-...