দীর্ঘ প্রতীক্ষার পর অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পুনরায় শুরু হতে যাচ্ছে । ইসরায়েলের পক্ষ থেকে সবুজ সংকেত মেলার পর আগামী রবিবার থেকে জাতিসংঘ সেখানে পুরোদমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে ।নাম প্রকাশ না করার শর্তেজাতিসংঘের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এই কার্যক্রমের অংশ হিসেবে বিপুল পরিমাণ সাহায্য সামগ্রী প্রস্তুত রাখা হয়েছে। জর্ডান এবং মিশরের মতো প্রতিবেশী দেশগুলোতে এরই মধ্যে প্রায় ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী মজুদ করা আছে। মূলত, মানবিক কর্মীরা তাদের কার্যক্রম পুনরায় শুরু করার জন্য ইসরায়েলি বাহিনীর আনুষ্ঠানিক অনুমতির অপেক্ষায় ছিলেন, যা অবশেষে মিলেছে।জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার সম্প্রতি গাজার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছিলেন। তার মতে, গত কয়েক মাস ধরে চলা সংকটে জাতিসংঘ এবং তার সহযোগী মানবিক সংস্থাগুলো গাজা উপত্যকায় মোট প্রয়োজনীয় সাহায্যের...