চট্টগ্রামে গাড়ি আটকে ব্রাশফায়ার করে রাউজানের ব্যবসায়ী ও বিএনপি কর্মী আব্দুল হাকিমকে (৫২) গুলি করে হত্যার দুদিন পর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিহতের স্ত্রী তাসফিয়া আলম অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে এ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ। গত ৭ অক্টোবর বিকেলে রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাড়ি থেকে প্রাইভেট কারে (ঢাকা মেট্রো ঘ-১৬-০৯৪৯) চট্টগ্রাম নগরের বাসায় ফিরছিলেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল হাকিম। গাড়িটি মদুনাঘাট ব্রিজের হাটহাজারী অংশে পৌঁছালে পেছন থেকে কয়েকটি মোটরসাইকেলযোগে আসা মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত গাড়ির গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে গাড়িতে থাকা আব্দুল হাকিম ও তার গাড়িচালক মুহাম্মদ ইসমাইল (৩৮) গুলিবিদ্ধ হয়ে গুরুতর...