এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ খেলেছে তিন ম্যাচ। মার্চে ভারতের ম্যাচের আগে যে স্বপ্ন বুনেছিলেন ফুটবলপ্রেমীরা, তা এখন অনেকটাই ধূসর। তিন ম্যাচে ১ পয়েন্টে গ্রুপ সেরার হিসাবটা ঝুলছে সূক্ষ্ম সুতোয়। পরের তিন ম্যাচ জিতলে একটা আশা থাকবে। তবে তিনের দুটি অ্যাওয়ে ম্যাচ হওয়ায় শতভাগ জয় অসম্ভব চাওয়া। আর যে দলে হাভিয়ের কাবরেরার মতো একজন কোচ আছেন, সে আশা করাই বোকামি। এমনটা মনে করেন ফুটবল সংশ্লিষ্টরা। অনেকেই বিস্মিত এই দেখে যে, দেশের ফুটবল কর্তারাও এক আনাড়ি স্প্যানিশের অরক্ষিত হাতে জাতীয় দল ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকছেন! ম্যাচের পর ম্যাচে ব্যর্থতার পরও বাফুফে কর্তাদের কাবরেরা-প্রীতি জন্ম দিচ্ছে নানা প্রশ্নের। হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলাম, হালের জায়ান আহমেদদের সংযুক্তির পর দলের সামর্থ্যে অনেক বেড়েছে। তারপরও জয় ধরা দিচ্ছে না। অভিজ্ঞ কোচ মারুফুল হক এর...