বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্গাপূজার দশমীতে দেবী দুর্গার বিসর্জনের রাতে অসুস্থ হয়ে পড়া পাঁচজনের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত ব্যক্তিরা হলেন শাজাহানপুর উপজেলা খোট্টাপাড়া ইউনিয়নের বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা মিজানুর রহমান (৫৫), বেজোড়া পশ্চিমপাড়ার নাছিদুল ইসলাম (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০) ও মানিক আকন্দ (৩০)। এদের মধ্যে মিজানুর গত মঙ্গলবার সন্ধ্যায়, নাছিদুল বৃহস্পতিবার রাত সোয়া ১০টায়, মানিক শুক্রবার সকাল পৌনে ১২টায় ও আব্দুল্লাহেল কাফী বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান। এ ছাড়া হাসপাতালে আনসার সদস্য রনজু মিয়া (৩০) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। শাজাহানপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর রাতে দেবী বিসর্জনের পর বেজোড়া মধ্যপাড়ার...