৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ের প্রশ্নপত্রে উঠে এসেছে রাজনীতি, ইতিহাস ও সমসাময়িক সমাজ বাস্তবতার নানা দিক। প্রশ্ন এসেছে ‘আয়নাঘর’, জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ এবং ঐকমত্য কমিশনের সংসদ সংস্কার প্রস্তাবের বিষয়ে। গতকাল শুক্রবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) তত্ত্বাবধানে ঢাকায় এই পরীক্ষা হয়। বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন ও মৌখিক পরীক্ষায় ১০০ নম্বরে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। ‘আবশ্যিক’ বিষয়ের প্রশ্নপত্রে মোট ১০০টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে। প্রশ্নপত্র বিশ্লেষণ করে দেখা যায়, সেট-৩ এর ৩৯ নম্বরে প্রশ্ন করা হয় চব্বিশের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? সেখানে উত্তরের জন্য চারটি অপশন রয়েছে। সেগুলো হলো (ক) দ্বি-স্তর বিশিষ্ট সংসদ (খ) সংসদের...