কুমিল্লা শহরে স্বাধীনতার পর প্রায় ৮০০ পুকুর ছিল। নগরায়ণ, অবকাঠামো নির্মাণ ও জীববৈচিত্র্য ধ্বংসের ফলে গত ২৩ বছরে এসব জলাধারের বেশির ভাগই ভরাট হয়ে গেছে। এখন শহরে টিকে আছে ২০০টিরও কম পুকুর। এই বাস্তবতায় নগরের ছোটরা মৌজার ১৯ একর খাস জমিতে গড়ে তোলা হচ্ছে ‘ডিসি পার্ক’, যেখানে থাকবে লেক, সবুজ বেষ্টনী, হাঁটার পথ, খেলার মাঠসহ নানা বিনোদন সুবিধা। ইতিমধ্যে ড্রেনসহ খাল খননের কাজ শুরু হয়েছে। ৬ মাসের মধ্যে কাজ দৃশ্যমান হবে। পরে জেলা প্রশাসক সুধীজন, গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতাদের নিয়ে পার্কের ভেন্যু পরিদর্শন করেন। গত ৫ অক্টোবর বিকেল ৫টায় কুমিল্লা জেলা প্রশাসকের দপ্তরে পার্ক প্রকল্প নিয়ে এক অবহিতকরণ সভা হয়। এতে জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানান। পরে তিনি তাদের সঙ্গে নিয়ে...