জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে বিএনপি আগামীর বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কঠিন চীবর দানোৎসবে এ কথা বলেন।অনুষ্ঠানের চট্টগ্রাম নগরী ও পার্বত্য চট্টগ্রামসহ বিভিন্ন জেলার বৌদ্ধ ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করে।এসময় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু বলেন, ‘এ দেশটা সবার, তাই সবার উচিত রাজনীতি করে নেতৃত্বে আসা।’সব ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে সম্প্রীতির সঙ্গে দেশে বসবাস করতে পারে এমন দেশ গড়ার কথা জানিয়ে আগামীতে নগরীর বন্দর এলাকায় একটি বৌদ্ধবিহার করার প্রতিশ্রুতি দেন আমীর খসরু।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. সুকুমল বড়ুয়া এবং বিশেষ অতিথি ছিলেন বিএনপি আন্তরিজাতিক বিষয়ক উপ কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।বার্তাবাজার/এমএইচ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে...