ছয় জেলায় মনোনয়ন চেয়েছেন সাড়ে ৩শ নেতা * আসনপ্রতি ২-৩ জনের বেশি নেতাকে সাক্ষাৎকারে ডাকেনি গুলশান অফিস ঢাকায় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার চললেও এরইমধ্যে প্রায় চূড়ান্ত হয়ে গেছে বরিশালের ২১ আসনে বিএনপির প্রার্থী। তবে এখনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হচ্ছে না কিছুই। কেননা তফশিল ঘোষণার পরও বদলে যেতে পারে মনোনয়নের এই সিদ্ধান্ত। যে কারণে মনোনয়ন দাখিলের ঠিক আগ মুহূর্তে ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এভাবে আগেভাগে প্রার্থী চূড়ান্ত করার কারণ হিসাবে ভোটের মাঠে জামায়াতে ইসলামীর তৎপরতার কথা বলছেন অনেকে। একক প্রার্থী ঘোষণা করে বহু আগে থেকেই প্রচারণায় আছে জামায়াত। অন্যদিকে মনোনয়ন দ্বন্দ্বে ক্ষত-বিক্ষত অবস্থা বিএনপির। প্রার্থী চূড়ান্ত না হলে ঐক্য ফিরবে না-এমন ভাবনা থেকেই তালিকা চূড়ান্ত করার সিদ্ধান্ত। বরিশাল অঞ্চলের ৬ জেলার ২১ আসনে এবার বিএনপির মনোনয়ন চাইছেন প্রায় সাড়ে ৩শ নেতা। তবে চাইলেই...