দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ১৫ অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে ঐতিহাসিক জুলাই সনদ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক এই স্বাক্ষর অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। স্বাক্ষর হতে যাওয়া জুলাই সনদকে ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামায়াতে ইসলামী। দল দুটো বলছে, অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদ। তারা আশাবাদী, জুলাই সনদ নিয়ে একটি ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে। ঐকমত্যের ভিত্তিতেই সব দল এতে স্বাক্ষর করবে। এদিকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বলছে, জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি বিষয়ে কমিশনের প্রস্তাবনা ও নোট অব ডিসেন্ট নিয়ে সমন্বয়ের পরই তারা স্বাক্ষরের বিষয়ে ভাববে। তবে একটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যে ঐকমত্য কমিশনের কাছে ৩০টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষরের জন্য দুজন করে নাম পাঠিয়েছে। রাজনৈতিক দলগুলোর একাধিক শীর্ষনেতা...