জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২০ বছর অতিক্রম করেছে। দীর্ঘ সময়ে নিজ প্রতিষ্ঠানেই উপেক্ষিত থেকেছেন শিক্ষার্থীরা। প্রতি একশজন শিক্ষকের মধ্যে মাত্র আটজন সাবেক জবিয়ান। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষক নিয়োগে উদ্দেশ্যমূলকভাবে তাদের বঞ্চিত করা হচ্ছে। যোগ্যতা থাকা সত্ত্বেও নিজ প্রতিষ্ঠানে শিক্ষক হতে ব্যর্থ হচ্ছেন তারা। ২০০৫ সালে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় হিসাবে যাত্রা শুরু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের। প্রথম দিকে কলেজ আমলের দায়িত্বে থাকা শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য নিয়োগ পাওয়া শিক্ষকদের দিয়ে কার্যক্রম পরিচালিত হয়। এরই মধ্যে প্রতিষ্ঠার ২ দশক পার করলেও মাত্র ৫৪ জন শিক্ষার্থী নিজ প্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ে মোট ৬৮০ জন শিক্ষক রয়েছেন। এর মধ্যে ১১টি বিভাগ ও ১টি ইনস্টিটিউটের কোনো শিক্ষার্থী শিক্ষক হিসেবে নিয়োগ পাননি। কলা অনুষদের মোট ৮টি বিভাগের মধ্যে ৪টি বিভাগে মাত্র ৪ জন সাবেক জবিয়ান শিক্ষক...