খুপরি ঘরে গাদাগাদি করে বসবাস, কবরের সমান জায়গাও জোটে না * দারিদ্র্য, বেকারত্ব আর অবহেলা অনেককে করে তুলছে অপরাধী * একই চিত্র দেশের ৭০ ক্যাম্পে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প (বিহারি ক্যাম্প)। এখানে থেকে কেউ কেউ আখের গোছালেও অন্ধকারাচ্ছন্ন ক্যাম্পের প্রতিটি পরিবারেই রয়েছে বঞ্চনা আর কষ্টের গল্প। দারিদ্র্য, বেকারত্ব, অপরাধ আর অবহেলা তাদের নিত্যসঙ্গী। কবরের দৈর্ঘ্য যেখানে সোয়া পাঁচ ফুট বাই তিন ফুট। সেখানে এই ক্যাম্পের একেকটি ঘর ৬ ফুট বাই ১০ ফুট। এসব ঘরে বসবাস করেন ৫ থেকে ৮ জন সদস্য। ঘুমানোর সময় কবরের সমান জায়গাও জোটে না তাদের কারও কারও। শুধু এ ক্যাম্পই নয়, দেশের ৭০টি ক্যাম্পের লাখ লাখ বাসিন্দা এভাবেই মানবেতর জীবনযাপন করছেন। ক্যাম্পের মানুষের নেই নাগরিক সুবিধা, নেই উন্নত জীবনের স্বপ্ন। ক্যাম্পবাসী বলছেন, যেখানে দিনের আলো পৌঁছানো দায়,...