চিরায়ত পেশায় উপার্জন নেই, পুরুষরা বেকার * ভিক্ষা করে জীবনধারণ, শিক্ষার সুযোগ নেই, শিশু-কিশোররা হয়ে পড়ছে মাদকাসক্ত ‘এক ঘাটেতে রান্ধি-বাড়ি মোরা আরেক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই’ পল্লীকবি জসীম উদ্দীনের লেখা এ গানের সঙ্গে বর্তমান বেদে পরিবারের মিল নেই। তাদের মাঝে নেই সেই সুখ-শান্তি। এক সময় নৌকায় বেদে পরিবারের যাযাবর জীবন কাটত। এখন তারা ডাঙ্গায় ঝুপড়ি ঘর তৈরি করে বসবাস করছে। তাদের সেই চিরায়ত পেশা আর দেখা যায় না। ‘সিঙ্গা লাগাই, দাঁতের পোকা ফালাই’-বেদেনির এই আবেদনে এখন আর কেউ সাড়া দেন না। পুরুষদের সাপের খেলাও আগের মতো মানুষ আর উপভোগ করে না। তাই উপার্জন হারিয়ে অসহায় হয়ে পড়েছেন এই সম্প্রদায়ের লোকজন। যান্ত্রিক সভ্যতার যুগে আগের মতো তারা এখন আর ভালো নেই। মানবেতর জীবন কাটাচ্ছে এই সম্প্রদায়ের সবাই। বেঁচে থাকার...