ভোক্তার জীবনমান উন্নয়নে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তুলনায় সরকারি খাতের ব্যয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে বাংলাদেশ। সরকার জিডিপির মাত্র ১৩ শতাংশ অর্থ ব্যয় করছে। অথচ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এ ব্যয় ২০ থেকে সাড়ে ২৮ শতাংশ। এমনকি ভুটান সরকারও বাংলাদেশের দ্বিগুণ অর্থ খরচ করে। এদিকে গত কয়েক বছর ধরে দেশে সরকারি ব্যয় কমছে। গত বছর সামান্য বাড়লেও চলতি অর্থবছরে তা কমে যাবে। আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বিভিন্ন দেশের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি খাতের ব্যয় ও রাজস্ব আহরণ ব্যবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভোক্তার জীবনমান উন্নয়নে সরকারি খাতের ব্যয় না বাড়ায় অবকাঠামোগতভাবে দুর্বলতা থেকে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, গণযোগাযোগ, মানবসম্পদেও উন্নয়ন হচ্ছে ধীরগতিতে। গত ৪ দশক ধরেই স্বল্পোন্নত দেশগুলোর মানুষের জীবনমান উন্নয়নে সরকারি খাতের...