ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি সরকার। গতকাল শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ইংরেজি ভাষার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেরজীবিত ও মৃত পল জিম্মিকে মুক্তিরবিষয়ে চুক্তির কাঠামো অনুমোদন করেছে। ফলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পথ খুলল। আর এর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রক্রিয়া শুরু হতে পারে। এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দেওয়ার পরপরই, গাজার উত্তরাঞ্চলে ফিরতে। শুরু করেছেন বাজ্জাত ফিলিস্তিনিরা। গতকাল শুক্রবার স্থানীয় সময় দুপুর ১ ২টা থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে নিশ্চিত করে আইডিএফ। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির নিশ্চয়তা পেয়েছে বলে জানিয়েছে উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসও।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবিরতি-সংক্রান্ত এ পরিকল্পনাকে একটি 'গুরুত্বপূর্ণ অগ্রগতি' বলে অভিহিত করে নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে...