‘একনায়কতন্ত্রের’ বিরুদ্ধে লড়াইয়ের জন্য শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো তার পুরস্কারটি অংশত উৎসর্গ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে, যিনি বার বার দাবি করে আসছিলেন, এই পুরস্কার তারই প্রাপ্য। নরওয়ের নোবেল কমিটির সচিব ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন শুক্রবার যখন ফোন করে নোবেল শান্তি পুরস্কার জয়ের খবর জানালেন, মাচাদো তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “হে ঈশ্বর… আমার বলার কিছু নেই।” সেই ফোনকলের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নোবেল কমিটি। মাচাদো বলেন, “আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কিন্তু আমি আশা করি আপনারা বুঝতে পারবেন, এটা একটা আন্দোলনের অর্জন, এটা পুরো সমাজের একটা সাফল্য। আমি কেবল একজন মানুষ। আমি একা এই স্বীকৃতির যোগ্য নই।” পরে এক এক্স পোস্টে এই নোবেলজয়ী লেখেন, “আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার ভুক্তভোগী জনগণের প্রতি এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি...