রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ু বিদায়ের সময় ঘনিয়ে এলেও শুক্রবার (১০ অক্টোবর) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বৃষ্টি অব্যাহত আছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রবণতা থাকতে পারে।শনিবার (১১ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।মেঘের একটি ভারী সেল আছে উল্লেখ করে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, ভারী সেল শেষ হলেও, আবার বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আগামী চার-পাঁচ দিন এমন আবহাওয়া থাকতে পারে।ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব, যা বললেন ছেলে জয়শুক্রবার...