চমৎকার ফ্রি কিকে দলকে পথ দেখালেন ডিফেন্ডার ডেভিড রাউম। এগিয়ে যাওয়ার পর আরও ভয়ঙ্কর হয়ে উঠল জার্মানি। বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেলা লুক্সেমবার্গকে পুরোপুরি কোণঠাসা করে রেখে বড় জয় আদায় করে নিল ইউলিয়ান নাগেলসমানের দল। নিজেদের মাঠে শুক্রবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ৪-০ গোলে জিতেছে জার্মানি। আরেক ডিফেন্ডার জসুয়া কিমিখ করেন জোড়া গোল। তাদের আরেক গোলদাতা সের্গে জিনাব্রি। তিন ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে উঠেছে জার্মানি। একই সময়ে শুরু গ্রুপের আরেক ম্যাচে নর্দান আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে প্রথম দুই রাউন্ডে জেতা স্লোভাকিয়া। এতে তৃতীয় স্থানে নেমে গেছে দলটি। আগের মতো দ্বিতীয় স্থানেই আছে নর্দান আয়ারল্যান্ড। এই তিন দলেরই পয়েন্ট সমান ৬ করে। তিন ম্যাচ খেলে সবগুলোই হেরেছে র্যাঙ্কিংয়ের ৯৬ নম্বর দল লুক্সেমবার্গ। ফিফা...